বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর। আর প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতাবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। ইডেনে পারফর্ম করতে মুম্বাই থেকে কলকাতায় উড়ে আসবেন শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। এই তারকাখচিত ইভেন্টে তাদের শক্তিশালী পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন তারা।
বরুণ এবং শ্রদ্ধা ‘এবিসিডি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এবং সম্প্রতি ব্লকবাস্টার ‘স্ত্রী ২’-তেও দুজনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। এবার এই সুপারহিট জুটি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ঝড় তুলতে প্রস্তুত। বরুণ ও শ্রদ্ধার পাশাপাশি সংগীতের রাজা অরিজিৎ সিংও তার কণ্ঠের জাদুতে ইডেন গার্ডেনের সন্ধ্যাকে আরো রঙিন করতে চলেছেন।
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উন্মাদনা বরাবরেই তুঙ্গে থাকে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে মাসব্যাপী ক্রিকেট উৎসবের সূচনা হবে।