শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আসন্ন ঈদ নাটকের জুটি তৌসিফ-নীহা 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০:২৩

এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ-নীহা। এবারের ঈদে আসছে শিহাব শাহীন পরিচালিত নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। নাটকটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। 

নাটকটিতে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, নাজনীন নাহার নিহার, মাসুম রিজওয়ান, আয়েশা লাবণ্য প্রমুখ। সিএমভি'র অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে নাটকটি। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তৌসিফ ও নীহা। ছবি: সংগৃহীত
 
নির্মাতা শিহাব শাহীন নাটকটি প্রসঙ্গে বলেন, ‘একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক তেমন প্র্যাকটিক্যালও।’

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তৌসিফ ও নীহা। ছবি: সংগৃহীত
 
অ্যারেঞ্জ ম্যারেজের পর দৈনন্দিন সংসার জীবনে একে অপরকে বোঝা, ভুল বোঝা এবং এ সময়ের নানা ঘটনাকে কেন্দ্র করে নাটকটির গল্প এগিয়ে চলে। রোমান্টিক গল্পের নাটকে এর আগেও তৌসিফ-নীহা জুটি একসঙ্গে কাজ করে দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছেন। তাদের দর্শক নন্দিত নাটকের মধ্যে ‘অনুরাগ’, ‘ম্যাচমেকার’ উল্লেখযোগ্য। আসন্ন ঈদের নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এই জুটি।

ইত্তেফাক/এসএ