ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে মঙ্গলবার রাতে নৌকা ডুবে ৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) ইতালির প্রধান সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এ ঘটনায় ৪০ জন নিখোঁজ রয়েছে।
অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে। জীবিতদের সন্ধানে অনুসন্ধান তৎপরতা চলছে।
প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করার জন্য রয়টার্সের অনুরোধের পর ইতালীয় উপকূলরক্ষী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন যে, ৫৬ জন অভিবাসীর একটি দল তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়। পরে খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি পানিতে পড়ে যান।