যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আওয়ামী লীগের টানা মেয়াদকালে দলটির রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করেছে রাকিব। যখনই যার সাপোর্ট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকান্ড নিয়ন্ত্রণ করতেন।
রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটকও করে। তবে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জেরে গত ২০ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকাতে নেওয়া হয়। তবে সম্প্রতি সময়ে যশোরে ফিরে আবারও অপকর্ম শুরু করেন রাকিব।
যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, ‘ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’