শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:০৬

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বাদ ফজর থেকে অবস্থান নেন তারা। 

এদিকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে, এমন অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

শিক্ষার্থীরা জানান, হাসনাত আবদুল্লাহর রহস্যজনক ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর থেকেই সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, না করার ব্যাপারে ষড়যন্ত্র আঁচ করতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বানে এই কর্মসূচি পালন করেন। তবে দাবি আদায় না হলে পরবর্তীতে একই দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। কিন্তু উল্টো সেনাবাহিনীর একটি পক্ষ ও দেশীয় একটি চক্র তাদের পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গণহত্যার পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই। বরং তাদের সমর্থকরা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতসহ বিদেশি শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি যোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাদের দায়বদ্ধতার অংশ হিসাবেই বাদ ফজর থেকে অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে।

এদিকে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি