মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বগুড়ায় সড়কে ঝরল দুই প্রাণ, আহত ২০

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:১০

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো. সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০)। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি। আহতরা সবাই খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ভটভটির যাত্রী  ছিলেন। আহতদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি ধুনটের দিক থেকে আসছিল এ সময় রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক পথচারীকে চাপা দিয়ে ২০০ গজ দূরে এসে শ্রমিকবহনকারী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও ভটভটি উল্টে যায়। দুর্ঘটনায় পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন ভটভটিতে থাকা শ্রমিকরা। 

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি