শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গোডাউনে মিললো ভিজিএফের ৯৯ বস্তা চাল, দুজনের দণ্ড

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৩৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকার একটি গোডাউন থেকে ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। চাল কালোবাজারিতে জড়িত থাকায়  এসময় দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানে নেতৃত্বে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানিয়েছেন, চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনুপ রায়ের হাসকিং মিলের গোডাউনে গিয়ে ৩০ কেজি ওজনের প্রায় ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এই চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল।

ইত্তেফাক/এপি

এ সম্পর্কিত আরও পড়ুন