মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অপহরণের সময় তিন ডাকাতকে পুলিশে সোপর্দ

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:১৬

সিএনজিচালিত গাড়ি গতিরোধ করে যাত্রীদের অপহরণের সময় ৩ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার পর কক্সবাজারের টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদরের দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), ও একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ডের মো. রুবেল (৩০) টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

ভুক্তভোগীর বরাত দিয়ে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণের চেষ্টা করা হয় যাত্রীদের। এসময় যাত্রীরা চিৎকার করলে স্থানীয় জনতা ৩ ডাকাতকে ধরে ফেলে। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ওই তিন জনকে আটক করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ইত্তেফাক/পিএস