শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

প্রসেনজিৎকে শিয়াল আর যীশুকে গাধা বললেন রচনা ব্যানার্জি

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:১৫

ভারতের একটি টেলিভিশন টকশোতে অতিথি হয়েছিলেন রচনা ব্যানার্জি। অনেকদিনের পুরোনো সেই টকশো এখন ভাইরাল। তাতে দেখা যায়, সহশিল্পীদের নিয়ে মজা করে নানা মন্তব্য করেছিলেন রচনা ব্যানার্জি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই টকশো-এ রচনাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল, গাধা এবং মুরগি কে ও কেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘শিয়াল তো প্রসেনজিৎ চ্যাটার্জি। বুদ্ধিমান যাকে বলে একদম। আমাদের নায়ক। ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন। জানেন কোনখানে, কীভাবে বুদ্ধি রেখে চলতে হয়, শিয়াল পন্ডিত।’

রচনা ব্যানার্জি বলেন, ‘আর যীশু সেনগুপ্ত গাধা। তুমিও ওকে চেনো আমিও ওকে চিনি। কারণ ও আজ যে জায়গায় পৌঁছেছে সেটা ও অনেক আগে পৌঁছাতে পারত। এত বছর ধরে যদি গাধামি না করত আগেই পৌঁছাত।’

রচনা জানান, শাশ্বত নিজে হলেন মুরগি। যদিও সেটা শুনে অভিনেতা বলেন, তিনি ব্রয়লার মুরগি হতে চান না।

সেটা শুনেই অভিনেত্রী বলে ওঠেন, ‘শাশ্বত মুরগি। দেশি মুরগি যারা হয় তারা ভালোভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই। দেশি হলে তার ওই স্বাদ কী আছে, এবং তার ওই স্বাদ কত মানুষ উপভোগ করে। সেটা তুমি ভালো করে বোঝো বলে এখনও পশ্চিমবঙ্গে আছ, মুম্বাই যাওনি।’

ইত্তেফাক/এসএ