আর মাত্র কয়েকটি দিন পরেই ঈদুল ফিতর। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রচারণা শুরু হয়েছে আরো আগে থেকেই। অথচ সাতদিনের মতো বাকি থাকলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি শাকিব খানের বহুল আলোচিত সিনেমা 'বরবাদ'। ঢালিউডে জোর গুঞ্জন তবে কি থমকে যেতে পারে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে সিনেমাটিকে। এমন পরিস্থিতে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা। ২০২১ সালে শেষ হওয়া 'অন্তরাত্মা' সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দিন বলেন, 'বেশ কয়েকটি সিনেমা জমা পড়েছে। এর মধ্যে 'অন্তরাত্মা' সিনেমাটিও রয়েছে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। চার বছর পর সিনেমাটি মুক্তি দেওয়ার কারণ সেভাবে উল্লেখ করেননি পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, 'আপাতত সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দিয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরই মুক্তির তারিখ সবাইকে জানাব।' তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে 'অন্তরাত্মা' প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা থাকলেও অজানা কারণে সিনেমাটি আর আলোর মুখ দেখেনি। ধারণা করা হচ্ছে, 'অন্তরাত্মা' আসন্ন ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর পরিচালক। এমতাবস্থায় শঙ্কা জেগেছে, ঈদে মুক্তি পাচ্ছে তো শাকিবের 'বরবাদ'? নাকি আটকে যাওয়ার শঙ্কায় তড়িঘড়ি করে সেন্সরে জামা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা।
একই ঈদে শাকিবের দুই সিনেমার বিষয়টি নিয়ে সিনেবোদ্ধারা মনে করছেন বরবাদ সিনেমা নিয়ে বেশ ভালো প্রচারণা হয়েছে। ঈদের বেশ কয়েকদিন আগে চার বছরের আগের সিনেমা মুক্তির খবর কনফিউজড করবে দর্শকদের। আবার একই সময়ে শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে চলবে কিন? যদি আটকে যায় তাহলে শাকিবের কোন সিনেমাটি আটকে যাবে এ নিয়ে শাকিবিয়ানদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়।