বিকেএসপি মাঠে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সুস্থতা কামনা করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
সোমবার (২৪ মার্চ) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। এসময় তামিম ইকবালের জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।
শাকিব লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।
বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।