শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘পুতিনকে চাপ দিতে হবে’ 

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:২৫

ইউক্রেন যুদ্ধ থামাতে রোববার (২৩ মার্চ) সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে দেশটির প্রতিনিধি দল। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিন বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে হবে। খবর এএফপির।  

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সন্ধ্যার এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যাই আলোচনা করি না কেন, পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে চাপ দিতে হবে। যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন, তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে।’

রোববার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। এর আগে ওয়াশিংটন বলেছে, বৈঠকে কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর আলোচনা করা হবে।

এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সোমবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা করার কথা রয়েছে।  

পুতিন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাবে তিনি শুধু জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন। আলোচনার আগে উভয় পক্ষই সপ্তাহজুড়ে একাধিক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। 

জেলেনস্কি বলেন, ‘বিশ্বের সকলের কাছে এটা স্পষ্ট, রাশিয়াই কেবল এই যুদ্ধকে এত দূর টেনে এনেছে। ১১ মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। এই প্রস্তাব মেনে নিলে এই ধরনের হামলা এখন বন্ধ হয়ে যেত। কিন্তু রাশিয়াই এটা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক রাতে, প্রতিদিন তারা ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ না দিলে, মস্কো কূটনীতিকে অবজ্ঞা করবে এবং প্রাণনাশ চলতে থাকবে।’ 

ইত্তেফাক/এসআর