শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫:০৭

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে দেশের ০৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু নতুন কমিটিগুলোর অনুমোদন দেন।

নতুন ঘোষিত কমিটিগুলোতে বিশেষভাবে লক্ষ্যণীয় যে, সংগঠনের নেতৃত্বে নারীদেরকে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে। ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতি গুরুত্বারোপ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে যে সীমাবদ্ধতা ছিল, তা অতিক্রম করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নতুন দিগন্ত উন্মোচন করেছে।  নতুন কমিটি ঘোষণার ফলে সংগঠনটি আরও গতিশীল হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছাত্রদলের কার্যক্রমের প্রতি আরও আগ্রহী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নতুন কমিটিগুলোতে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটির কমিটিতে নারীরা শীর্ষ নেতৃত্বে রয়েছেন। ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতি গুরুত্বারোপ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, অধিকার ও স্বচ্ছতার পক্ষে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো আরও সুসংগঠিত করা হচ্ছে, যাতে আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ও দৃঢ় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে সংগঠনের নতুন নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সদা সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শীর্ষ পাঁচ পদে যারা নেতৃত্বে এসেছেন, নিম্নে পর্যায়ক্রমে দেওয়া হলো:

✅ নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল  
- সভাপতি: শাহারিয়ার হোসেন পলিন  
- সিনিয়র সহ-সভাপতি: সাবিহা জাকির  
- সাধারণ সম্পাদক: নাফিস ইমতিয়াজ
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম শিহাব  
- সাংগঠনিক সম্পাদক: মোঃ তানভীর আঞ্জুম খান

✅ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল  
- সভাপতি: ফাইয়াজ কবির (তাওয়াফ)  
- সিনিয়র সহ-সভাপতি: নাজমুল আলম পলক  
- সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আলী আরমান লাবীব  
- সাংগঠনিক সম্পাদক: ওয়াহিদা আক্তার  

✅ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল  
- সভাপতি: শামসুদ্দোহা শাওন  
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফয়সাল ইসলাম  
- সাধারণ সম্পাদক: আবির মাহমুদ উৎস  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সানজিদ নেওয়াজ আজান  
- সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলাম আকাশ  

✅ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল  
- সভাপতি: দেওয়ান মোঃ আলীফ  
- সিনিয়র সহ-সভাপতি: এরিশা শিবিব  
- সাধারণ সম্পাদক: মোঃ লাবিব মুসাব্বির  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুরছালিন মাহমুদ খান  
- সাংগঠনিক সম্পাদক: হাসিবুল হাসান সানিয়াদ  

✅ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল  
- সভাপতি: রাকিবুল হাসান (চাঁদ)  
- সিনিয়র সহ-সভাপতি: ফেরদাউস আহমেদ মিঠু  
- সাধারণ সম্পাদক: ইব্রাহীম খলিল (হৃদয়)  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী বিপুল চন্দ্র দাস  
- সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর-ক্ষমতা প্রাপ্ত): আবদুল্লাহ্ আল মঈন  

✅ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল  
- সভাপতি: মোহাম্মদ হানিফ হাসান  
- সিনিয়র সহ-সভাপতি: ফেরদৌস খান তানিম  
- সাধারণ সম্পাদক: কাজী মাজিদুল  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সাঈম মিয়া  
- সাংগঠনিক সম্পাদক: সাদিকা হক শুকতারা  

✅ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল  
- সভাপতি: মাহামুদুল হাসান নাঈম  
- সিনিয়র সহ-সভাপতি: তানভীর আহমেদ  
- সাধারণ সম্পাদক: মাহামুদুর রহমান আবীর  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: বখতিয়ার সানি  
- সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মহিব্বুর রহমান (সিফাত)  

✅ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ছাত্রদল  
- সভাপতি: সায়েম উল হক সিকদার  
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইনজাম মাহমুদ  
- সাধারণ সম্পাদক: আবির হোসেন  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম মঞ্জুর  
- সাংগঠনিক সম্পাদক: শেখ মোঃ মনিরুজ্জামান  

✅ ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদল  
- সভাপতি: মোঃ জুয়েল রানা  
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ মেহেদী হাসান বুলবুল  
- সাধারণ সম্পাদক: গোলাম আজম আকাশ  
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাঈনুল ইসলাম  
- সাংগঠনিক সম্পাদক: আবিদ হাসান শান্ত  

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের পথকে আরও সুগম করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইত্তেফাক/এএইচপি