রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে পালালো আসামি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৮:০৮

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনা তাৎক্ষণিকেভাবে জানাজানি হয়নি। পরে সোমবার (২৪ মার্চ) বিষয়টি জানাজানি হয়। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রয়েল (৩৫) নামে ওই যুবক নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। রোববার শেষরাতে কয়েক বোতল ফেনসিডিলসহ যৌথবাহিনী তাকে আটক করার পর ফাঁড়িতে এনে রাখা হয়। সেহেরির সময় সবার ব্যস্ততার সুযোগে পুরোনো কক্ষের একটি জানালার রড ভেঙে সে পালিয়ে যায়। 

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পলাতক আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ইত্তেফাক/এমএস