গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার লক্ষ্যে গত সপ্তাহে মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে। সোমবার (২৪ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু হওয়ায় সহিংসতা বৃদ্ধির পর এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, মিশরের পরিকল্পনায় হামাস প্রতি সপ্তাহে পাঁচ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্রগুলো জানিয়েছে, মিশরের প্রস্তাবে মার্কিন গ্যারান্টির সমর্থনে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সরে যাওয়ার সময়সীমা চাওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার সময়সীমাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।