শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২৩:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ৯৭ জন, যা শতকরা হিসাবে ৩৬ দশমিক ৬১ শতাংশ। মেধা তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯১ দশমিক ৫০ নম্বর।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। বিস্তারিত ফলাফল শিক্ষার্থীদের প্রোফাইলে লগ ইন করে দেখা যাবে।

গত ২২ মার্চ 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়। চবির 'ডি' ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬০ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার বলেন, 'শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠক করে আমরা পরবর্তীতে সাবজেক্ট চয়েস ও ভর্তি কার্যক্রম শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

ইত্তেফাক/এমএএম