শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

তামিমের সুস্থতা কামনা করলেন তারেক রহমান

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০০:১০

ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান তামিম ইকবালের আরোগ্য কামনা করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি।’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার (২৪ মার্চ) সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, বিএনপি মিডিয়া সেলও তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে।

দলটির মিডিয়া সেল এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এক বিবৃতিতে নেতারা বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তার অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন ও মাঠে ফিরে আসেন।

ইত্তেফাক/এমএএম