রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

একাধিক সুযোগ নষ্ট করে বিরতিতে বাংলাদেশ 

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:৩৬

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বেশ দাপুটে ফুটবল খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফিনিশিং দুর্বলতায় লিড নিতে ব্যর্থ হ্যাভিয়ের কাবরেরার দল। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।

মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে জওহরলাল স্পোর্টস কমপ্লেকসে কিক অফের পরেই সহজ সুযোগ পায় বাংলাদেশ। হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকের ভুলে বল পায় মুজিবুর রহমান জনি। তবে ফাঁকা পোস্টেও বল জালে জড়াতে পারেননি তিনি। 

ম্যাচের ১২ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। হামজার নেওয়া কর্নার থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকের জন্য শট করেন ভারতের গোলরক্ষক ভিশাল। তবে আবারও ভুল করেন তিনি।

সেখান থেকে বল পেয়ে গোলের সহজ সুযোগ পান হৃদয়। তবে তার নেওয়া দুর্বল শট গোললাইন ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল।

ম্যাচের ৩১ মিনিটে গোলের সুযোগ পায় ভারত। কাউন্টার অ্যাটাক থেকে বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বলে হেড করেছিলেন ভারতের স্ট্রাইকার উদান্ত। বল মিতুল ঠেকানোর পর ফিরতি বলে শট নেন ফারুক। তবে শটে জোর না থাকায় আবারও তা আটকে দেন মিতুল।

ম্যাচের ৪১ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করেন জনি। ভারতের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বল নিয়ে এগিয়ে যান তিনি। সামনে ছিলেন শুধুই ভারতের গোলরক্ষক ভিশাল। তবে এবারও বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।   

ইত্তেফাক/জেডএইচ