শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারকে সংস্কার কাজের সুযোগ দেন: গয়েশ্বর

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:৩২

সময় থাকতে সংস্কার বলা বন্ধ করে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কার কাজ করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি এ আহ্বান জানান।

৩১ দফা বাস্তবায়ন করতে হলে নির্বাচন আয়োজনে বিএনপিকে এক দফা দাবি আদায় করতে হবে কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, নির্বাচন আয়োজনে যত দেরি হবে; নানামুখী প্যাঁচে ফেলে যত সময় কাটাতে চাইবে, দেশের বিপদ তত বাড়বে। 

ইত্তেফাক/এমএস