অ্যাপারেল মার্চেন্ডাইজিং একটি শিল্প, যা পোশাক উৎপাদন এবং বাজারজাতকরণের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার সঙ্গে সম্পর্কিত। এই সেক্টরে অ্যাপারেল পণ্যের উৎপাদন ও উন্নয়ন, উপকরণ সংগ্রহ, পরিকল্পনা, এবং রপ্তানি বাজারে পণ্য সরবরাহ এর মতো গুরুত্বপূর্ণ কাজসমূহ অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পোশাক শিল্প বৈশ্বিক বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং নিঃসন্দেহে একটি চাহিদাসম্পন্ন ক্ষেত্র যা সৃজনশীলতা এবং ব্যবসার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে।
বাংলাদেশে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। ফাস্ট ফ্যাশনের চাহিদা বৃদ্ধির সঙ্গে বৈশ্বিক সোর্সিং, উৎপাদন, এবং সরবরাহের শৃঙ্খলা পরিচালনার জন্য দিন দিন দক্ষ পেশাজীবীদের চাহিদা বাড়ছে। যেহেতু বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ, তাই এই ক্ষেত্রে কাজের সুযোগও অপরিসীম। অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে শিক্ষালাভকারী স্নাতকরা পণ্য উন্নয়ন, ক্রয় ও সোর্সিং, সরবরাহ ব্যবস্থাপনা এবং রিটেইলিং ব্যবস্থাপনার মতো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজ, রিটেইল কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত। যেসব জায়গায় চাকরির শুরুতে প্রথম পর্যায়ে নূন্যতম ৩৫,০০০ টাকা থেকে বেতন শুরু হয় যা দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একসময় ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা থেকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) অথবা এর বেশীও হয়ে থাকে। একই সঙ্গে, টেকসই এবং গ্রহণযোগ্য ফ্যাশনের উপর ক্রমবর্ধমান গুরুত্ব পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, যা পরিবেশবান্ধব (সাসটেইনেবল এন্ড ইকো ফ্রেন্ডলি) সমাধান উদ্ভাবনের মাধ্যমে পোশাক শিল্পকে সমৃদ্ধ করছে।
জানা যায়, কম খরচে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড গ্রæপ’ এর দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) এমন একটি বিভাগ, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন নিয়ে আসে। গার্মেন্টস শিল্পে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির বিশ্বজুড়ে সুনাম, এ বিভাগের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণকে প্রতিদিন বাড়িয়ে তুলছে। এই বিভাগ শিক্ষার্থীদের শুধু পোশাক পণ্যের উৎপাদন, বিপণন এবং ব্যবস্থাপনার পাঠই দেয় না, বরং তাদের একটি সফল পেশাজীবনের শক্ত ভিত্তি নির্মাণ করে।
এই বিভাগের পাঠক্রম শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং এতে বাস্তব অভিজ্ঞতার সুনিপুণ মিশ্রণ রয়েছে। ফ্যাশন ট্রেন্ড, সরবরাহ ব্যবস্থাপনা এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং পোশাক শিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসে বলীয়ান করে তোলে যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এক অনন্য সুযোগ এনে দেয়।
এই পেশায় কর্মরত ব্যক্তিরা সঠিক কাপড় নির্বাচন, উৎপাদনের সময়সূচি নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় সাধন এবং চূড়ান্ত পণ্যের গুণমান নিশ্চিত করার দায়িত্ব পালন করেন, যা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা ব্র্যান্ড এবং বিক্রেতাদের সময়মতো সঠিক পণ্য নির্বাচন করতে সহায়তা করেন, যাতে সেই পণ্য গ্রাহকের কাছে সর্বোচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছায়।
আইএসইউ’র উপাচার্য দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল আউয়াল খান সর্বদা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের ব্যাপারে সচেতন ভূমিকা পালন করে আসছেন। আইএসইউ এর ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডীন, টেক্সটাইল জগতের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো: আবুল কাশেম এর তত্ত্বাবধানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্যাচেলর ডিগ্রী অর্জনের পর পরই রয়েছে দেশসেরা অ্যাপারেল ব্র্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ এবং বিভিন্ন বহুজাতিক গার্মেন্টস বায়িং হাউসে আকর্ষণীয় চাকরির সুযোগ, ক্যারিয়ার বৃদ্ধির জন্য শক্তিশালী ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপের ১৯ টি সিস্টার কনসার্ন গ্রুপে চাকরির সুবর্ণ সুযোগ। স্ট্যান্ডার্ড গ্রুপ এবং দেশের অন্যান্য গার্মেন্টস প্রতিষ্ঠানে অসংখ্য মার্চেন্ডাইজার কর্মরত আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত। তাই দেশের শিক্ষার্থীদের জন্য আ্যপারেল মার্চেন্ডাইজিং এ মানসম্মত ডিগ্রী অর্জনের মাধ্যমে বিদেশী মার্চেন্ডাইজারদের সাথে তাল মিলিয়ে কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করার অনেক সুযোগ রয়েছে। আইএসইউ’তে শিক্ষার্থীদের জন্য আছে পর্যাপ্ত স্মার্ট ক্লাসরুম, উন্নত বই ও জার্নাল সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাব এবং ফ্যাশন শোরুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যোগ্যতাসম্পন্ন, উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্য রয়েছেন যারা সবসময় শিক্ষার্থীদের ক্লাস, ব্যবহারিক বিষয়সহ আনুষঙ্গিক সকল বিষয় অতি গুরুত্বের সাথে পরিচালনা করেন যাতে করে সর্বোচ্চ শিক্ষার মান নিশ্চিত করা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স)। একই অনুষদের অধীনে কোর্স অন প্রি-ইউনিভার্সিটি ইংলিশ পরিচালিত হয়।আইএসইউতে জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আরও তথ্যের জন্য আইএসইউ-এর ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করুন বা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১, ০১৩১৩০৩৭০৭৮ নম্বর এ যোগাযোগ করতে পারেন।