শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শহিদ ও আহতদের পরিবারের সম্মানে জুলাই বিপ্লব পরিষদের ইফতার মাহফিল

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:৪৯

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের সম্মানে ও রমজানের সংযম, আত্মশুদ্ধি, সংহতিকে সামনে রেখে জুলাই বিপ্লব পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উত্তর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে এ ইফতারের মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা, বিশিষ্ট ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, দেশের চলমান সংকট উত্তরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। জুলাই অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ, যা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।

শুরুতেই শহিদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশেষ দোয়া পর্বে তাঁদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।

বিশেষ অতিথি ও জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর ফলে ন্যায়বিচার ও মানবাধিকারের সংগ্রাম আরও বেগবান হবে। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জুলাই বিপ্লব পরিষদের এই আয়োজন সংহতি ও জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি, যা অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত লড়াইকে আরও সুসংগঠিত করবে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে—এটাই সকলের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আহসান উল্লাহ তুষার, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই বিপ্লব পরিষদের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। বিপ্লবী ছাত্র পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র মহাসচিব সাউদ মতিন, জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য সংগ্রামী যোদ্ধা এবং যাত্রাবাড়ীর ভূমিপুত্র শাহনেওয়াজ ফাহাদ, জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্য এক স্থায়ী সদস্য সাদিল আহমেদ এবং জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন ভূঁইয়া।

ইত্তেফাক/এমএএম