শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

১৯ ‘হাঁস’ খেয়ে আইপিএলে রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:৪৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে অন্যতম সফল ব্যাটারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। অজি এই অলরাউন্ডার মূলত ব্যাট হাতে তার হার্ডহিটিং সামর্থ্যের জন্যই ক্রিকেট পাড়ায় পরিচিতি পেয়েছেন। অথচ ব্যাট হাতেই এবার লজ্জার এক রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংসের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। নিজের খেলা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন এই অজি ব্যাটার। সাই কিশোরের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে হয়নি। ফলে ডাক খেয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

এ নিয়ে আইপিএলে ১৯তম বার ডাক খেলেন ম্যাক্সওয়েল, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক ঠিক ১৮ বার করে ডাক খেয়েছেন।

আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন। দুজন ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মানিশ পান্ডে ও অম্বাতি রাইডু।

আইপিএলের গত আসর একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা ভালো হলো না ম্যাক্সওয়েলের।

ইত্তেফাক/এএম