শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে: মস্কো

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৬:২৫

ইউক্রেনে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে মস্কো। মঙ্গলবার (২৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি রাশিয়ান স্থাপনা এবং এটির নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব।

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। কারণ, এতে করে কেন্দ্রটির ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব।

এজাপোরিঝিয়া অঞ্চলটি আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রিত। এটি ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যেগুলো পূর্ণমাত্রার আক্রমণের সাত মাস পরে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সংযুক্ত করেছিল রাশিয়া। পশ্চিমা দেশগুলো গণভোটগুলোকে 'প্রতারণা' উল্লেখ করে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি সই করেছিলেন, যেখানে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনাটিকে 'রাশিয়ার সম্পত্তি' হিসেবে চিহ্নিত করা হয়।

ইউক্রেনে আক্রমণের শুরুতে রুশ বাহিনী স্টেশনটি দখল করে নেয়। এরপর থেকে উভয় পক্ষই নিয়মিতভাবে কেন্দ্রটির নিরাপত্তা বিপন্ন করে - এমন আক্রমণ চালানোর অভিযোগ করে আসছে।

এই কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদন করে না। তবুও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করেছে।

ইউক্রেন স্টেশনটিকে তার এখতিয়ারে ফিরিয়ে দেওয়ার দাবি করে আসছে। ২০২২ সালে তাদের ভূখণ্ডগুলোর সংযুক্তিকেও অবৈধ বলে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের সময় পরামর্শ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনায় সহায়তা করতে পারে এবং সম্ভবত এর মালিকানা নিয়ে নিতে পারে।

জেলেনস্কি বলেছেন, 'কেন্দ্রগুলো ইউক্রেনীয় জনগণের।' তবে তিনি এবং ট্রাম্প এই কেন্দ্রে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

ইত্তেফাক/এসকে