মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি দুর্ঘটনার কবলে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৩:৪০

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মুম্বাইয়ের রাস্তায় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ মার্চ) ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ।

এ ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

অনেকদিন থেকেই সময়টা ঠিক ভালো যাচ্ছে না সাবেক এ বিশ্ব সুন্দরী। বচ্চন বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বহু আগেই। এরপর শুরু হয় স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। এসব চর্চার মাঝেই দুর্ঘটনার কবলে পড়েছে তার গাড়ি।
 

ইত্তেফাক/পিএস