মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চুক্তির মেয়াদ বেড়েছে সিমন্সের, সালাউদ্দিনের ঈদের পরে 

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:০৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল বিসিবির। এবার সেটিকে বাড়িয়ে দীর্ঘমেয়াদি করা হয়েছে। 

তবে সিমন্সের বিষয়টি চূড়ান্ত হলেও এখনো মোহাম্মদ সালাউদ্দিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জানা গেছে, ইতিমধ্যে দেশসেরা এই কোচের সঙ্গে বিসিবির কথা হয়েছে। তার মেয়াদও বাড়ছে, তবে সেটি জানানো হতে পারে ঈদের পরে। 

গেল বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাউদ্দিন। চ্যাম্পিয়নস ট্রফির পরে তারও মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির বিষয়ে ইতিমধ্যে বিসিবি আলোচনাও সেরেছে। একই পদে সালাউদ্দিনের মেয়াদ সিমন্সের মতো বাড়ছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। এই ঘোষণা এখন না দিলেও ঈদের পরে আসার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাউদ্দিনের। সে সময়ে তিনি সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া বিসিবির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত কাজ করেছেন।

ইত্তেফাক/জেডএইচ