নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রাইভেটকার। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদর কৈপাড়া এলাকার শাহারিয়ার শাকিল (৩৫) এবং সামাইরা খাতুন (২)। তারা সম্পর্কে বাবা মেয়ে।
দুর্ঘটনায় শাকিলের স্ত্রী আয়শাও আক্তার রুনী (২৬) আহত হয়েছেন। তাকে বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কারটি বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে। তাছাড়া আহত হয়েছে প্রাইভেট কারের চালক। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি লালপুরের গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও সামাইরাকে মৃত ঘোষণা করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও নিহত বাবা-মেয়ের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।