মেহেরপুরের মুজিবনগরে সাইফুল শেখ (৫৫) নামের এক পেঁয়াজ চাষি বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে নিজের চাষের জমিতে গিয়ে তিনি বিষপান করেন বলে জানিয়েছে তার পরিবার। নিহত সাইফুল শেখ মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকার মৃত দুলাল শেখের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, সাইফুল শেখ পেঁয়াজের আবাদ করেছিলেন। এবার পেঁয়াজের দাম কম হওয়ায় তার লোকসান হয়েছে। এজন্য তিনি পেঁয়াজের জমিতে গিয়ে বুধবার বিষপান করেন। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
সাইফুল শেখের মেয়ে রফিজা খাতুন বলেন, আমার আব্বার মাথায় একটু সমস্যা ছিল।পেঁয়াজ বিক্রি করে লোকসান হয়েছে। তারপর মাঠে গিয়ে বিষ পান করেছে। বুধবার বিষ পান করছে আর আজকে (বৃহস্পতিবার) মারা গেছেন।
সাইফুল শেখের বোন ফাতেমা খাতুন বলেন, বুধবার আমার ভাই পেঁয়াজ বিক্রি করে বাড়িতে আসে। এরপর মাঠে গিয়ে পেঁয়াজের জমিতেই বিষ পান করে।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি তিনি বিষপান করে মারা গেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।