রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হোয়াটসঅ্যাপে বাড়ছে হ্যাকিংয়ের ঝুঁকি, সতর্ক থাকার পরামর্শ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:১৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন বিপদ। দিন দিন বাড়ছে হ্যাকিং, ডেটা চুরি ও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি। এইবার হ্যাকাররা নতুন কৌশলে ফাঁদ পেতেছে হোয়াটসঅ্যাপে, যেখানে ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট হাইজ্যাক করা হচ্ছে।

হ্যাকাররা প্রথমে পরিচিত কারও নামে একটি বার্তা পাঠায়— "ভুল করে তোমার নম্বরে একটি ওটিপি গেছে, দয়া করে ফরোয়ার্ড করো।" এই ফাঁদে পা দিলেই হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। কাজেই সতর্ক থাকুন নাহলে বড়সড় বিপদে পড়তে পারেন। 

কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে

হঠাৎ করে কোনো রহস্যজনক ওটিপি বা এসএমএস আসা, হোয়াটসঅ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাওয়া, বন্ধুর আইডি থেকে সন্দেহজনক বার্তা পাওয়া, নিজের হোয়াটসঅ্যাপে কোনোভাবে ঢুকতে না পারলে। 

হ্যাকিং থেকে বাচার জন্য যা করবেন

হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন , নিয়মিত লিঙ্কড ডিভাইস চেক করুন, সন্দেহজনক বার্তা পেলে সরাসরি ফোনে নিশ্চিত হন, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস আপডেট করুন। কখনোই ওটিপি শেয়ার করবেন না, অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কাউকে গ্রুপে যোগ করতে দেবেন না। এমনকি কোনো অচেনা নম্বর যাতে আপনাকে  কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকুন।

ইত্তেফাক/এএস/এএইচপি