বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ, নেতানিয়াহুর জোটে উত্তেজনা

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৬:৩৫

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (৩১ মার্চ) তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে লেখা এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান।

তার পদত্যাগের ফলে নেতানিয়াহুর জোট ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবে এর মধ্য দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল।

জানা গেছে, স্মোট্রিচ এখন ইসরায়েলের পার্লামেন্টে আইনপ্রনেতার দায়িত্বে ফিরবেন এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এই দলটির নেতৃত্ব তিনি দিচ্ছেন।

স্মোট্রিচের দল জাতীয়তাবাদী-ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেন গাভীরের প্রতি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এর প্রতিবাদে অর্থমন্ত্রী পদত্যাগ করেন বলে একজন মুখপাত্র জানান।

ইত্তেফাক/এসকে