বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পিরোজপুর-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

পিরোজপুর-বাগেরহাট-খুলনা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসটির অন্তত সাত যাত্রী আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের বনগ্রাম বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সর্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর-বাগেরহাট সড়কের বনগ্রাম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিলেন। এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে  পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

ইত্তেফাক/এপি