চাঁদপুর সদরের চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী খাদিজা (২৮) ও তার ছেলে আবু বকর। উপজেলার সাপদী গ্রামের ফজলুল হক সরকারের ছেলে মানছুরা (২)।
হাসপাতাল সূত্র ও স্বজনরা জানান, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। এর মধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করেন। ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেওয়ার পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই উপজেলার সাপদী গ্রামে মানছুরা নামে ২ বছরের আরেক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাকেও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
মৃত শিশুটির বাবা ফজলুল হক সরকার জানান, তার স্ত্রী দুপুরে রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মানছুরা ঘর থেকে বেরিয়ে পড়ে। একপর্যায়ে পাশের পুকুরে নেমে যায়। এরমধ্যে তাকে খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে সেখানে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জানান, মা ও শিশুসহ তিনজনই পুকুরে ডুবে মারা যায়।
হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।