শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা ঈশ্বরদীতে গ্রেপ্তার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৭

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে একদিনের মাথায় পাবনার ঈশ্বরদী থেকে ফের গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে ওই মামলায় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী থানায় গিয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশের ওপ হামলা চালিয়ে রুবেলকে থানা থেকে ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সবশেষ ইশ্বরদী থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় করা মামলায় গৌরিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুপুরেই থানা চত্বরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে রুবেলকে ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়। পুলিশ অসম্মতি জানালে তারা হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে ইশ্বরদী থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইত্তেফাক/এপি