মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাজার একটি বাড়িতে ইসরায়েলি বর্বর হামলায় নিহত ২৯

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

গাজা শহরের শেজাইয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

শেজাইয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু। ছবি: সংগৃহীত

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।

দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়, তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইত্তেফাক/টিএস/এসকে