শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

থাইল্যান্ডে গিয়ে মিমের নজরকাড়া লুক

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:২০

দেশের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

বুধবার (৯ এপ্রিল) রাতে মিমের পোস্ট করা সেসব ছবিতে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত শ্বেত মন্দিরে যাবার পর মিম ফটোশুট করেছেন।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসারা ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন তিনি। 

কমেন্ট বক্সেও ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা সাথে মনোরম পরিবেশ।’ আরেকজনের কথায়, ‘সব সময় আপনাকে অনেক ভালো লাগে।’

মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।
 

ইত্তেফাক/পিএস