বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৩:০৮

দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে আরও বলা হয়, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও কালবৈশাখির প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন মৌসুমি বৃষ্টিপাত খুব বেশি হয় না। কালবৈশাখি ঝড়ের সঙ্গে যে বৃষ্টি হয় সেটির পরিমাণ কম থাকে।

ইত্তেফাক/পিএস