শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:২২

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে মার্কিন ও সৌদি আরব দূতাবাসে উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে জড়ো হয়ে আমেরিকান দূতাবাস, সৌদি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে এ পদযাত্রা শুরু করেন তারা।

এসময় তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’; ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা'সহ বিভিন্ন স্লোগান দেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ইসরায়েল ফিলস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই পদযাত্রা করছি। আমরা দূতাবাসে স্মারকলিপি দেবো। গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ।

ইত্তেফাক/কেএইচ