বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:২৫

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্টো ডোমিঙ্গোর জেট সেট নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি অপারেশন বিভাগের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

মেন্ডেজ সংবাদ সম্মেলনে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। মৃত বা জীবিত সবাইকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাগত রাখব। ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনো বেঁচে আছেন বলে আশা তার।

তবে দুর্ঘটনার পর একটি দীর্ঘ সময় অতিক্রম হওয়ায় বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ফুরিয়ে আসছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনের শুরুর দিকে ছাদ ধসের সময় ক্লাবটিতে সঙ্গীতশিল্পী, পেশাদার খেলোয়ার এবং সরকারি কর্মকর্তাদের ভিড় ছিল। নিহত ব্যক্তিদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও ছিলেন।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছে, দুর্ঘটনায় আহত আনুমানিক ১৫০ জনের মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর।

'ডাক্তার নে আরিয়াস লোরা ট্রমা হাসপাতালের' মহাপরিচালক জুলিও ল্যান্ডরন বলেন, বেঁচে যাওয়াদের মধ্য পাঁচজনের মাথার খুলি, ফিমার এবং পেলভিস ফ্র্যাকচারসহ গুরুতর জখম থাকায় তাদের অবস্থা আশঙ্কাজনক।  তারা ধ্বংসস্তূপের নিচে ছয়, সাত, আট ঘণ্টারও বেশি সময় কাটিয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ইত্তেফাক/টিএস/এসকে