নওগাঁর নিয়ামতপুরের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮-১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।
থানা ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, সাইফুল ইসলামের বাবার লাগানো গাছটি জমি মাপার পর লালচানের ভাগে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুধবার সাইফুল ইসলাম মেহগনি গাছ কাটতে চাইলে এ নিয়ে দুইপক্ষের মধ্যে আবারও বিবাদ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দ্বন্দ্বে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম নিহত হন। এই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।