শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১:৪১

যশোরে বাবার মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটেছে।

দাখিল পরীক্ষার্থী আশিকুর রহমান আশিক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে এবং কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। তিনি চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে.আই আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিচ্ছেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আশিকের বাবা মাসুদ। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছেন আশিক। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।

আশিকের শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে আমি সকালে তাদের বাড়িতে গিয়েছিলাম। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে।

ছাতিয়ানতলা কে.আই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে আশিক। কিন্তু তার মনটা খারাপ ছিল। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছি। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখেন।

 

ইত্তেফাক/এপি