যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক এড়াতে ভারত থেকে বিশেষ কার্গো ফ্লাইটে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে ফেরত নিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণার পর অ্যাপল এই পদক্ষেপ নিলো। খবর রয়টার্সের।
রোজেনব্ল্যাট সিকিউরিটি শো–এর মতে, চীনের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হবে। এর পেছনে অন্যতম কারণ হলো— চীন থেকে আমদানির উপর অ্যাপলের ব্যাপক নির্ভরতা। চীনই মূলত অ্যাপলের ডিভাইসগুলোর প্রধান উৎপাদন কেন্দ্র। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক হার এ আমদানিকে ব্যয়বহুল করে তুলতে পারে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
এই শুল্কহার ভারতের আমদানির ওপর আরোপিত ২৬ শতাংশের তুলনায় অনেক বেশি। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনকে বাদ দিয়ে ৯০ দিনের একটি বিরতি ঘোষণা করেছেন, ফলে এই বাড়তি শুল্কহার আপাতত স্থগিত রয়েছে।
রয়টার্স জানিয়েছে, অ্যাপল চেয়েছিল শুল্ক এড়িয়ে চলতে। সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নানা পদক্ষেপ নিচ্ছে।
তারা আরও জানায়, অ্যাপল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে শুল্ক ছাড়পত্র প্রক্রিয়ার সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টায় নামিয়ে আনতে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তদবির করেছিল।
এক ভারতীয় সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে প্রায় ৬ টি কার্গো জেট উড়েছে, যেগুলোর প্রতিটির ধারণক্ষমতা ১০০ টন।
রয়টার্সের পরিমাপ অনুযায়ী, একটি আইফোন ১৪ প্যাকেজসহ ও চার্জিং তারসহ মোট ওজন প্রায় ৩৫০ গ্রাম (১২.৩৫ আউন্স)। কিছু প্যাকেজিংয়ের ওজন হিসাব করার পর দেখা গেছে, ৬০০ টন কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন পরিবহন করা হয়েছে।