বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ময়মনসিংহে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২:৫৬
ময়মনসিংহের ত্রিশালে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত  হয়েছেন। এতে আহত হয়ছেন একজন।
 
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল থেকে নান্দাইলগামী  সিএনজি শেখ বাজার মোড়ে আসলে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
 
নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি। নিহত নারী যাত্রীর নাম নিলুফা (৩২)। সিএনজিতে  থাকা অপর এক যাত্রী আহত হয়েছেন।
 
আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ এ ঘটনার সততা নিশ্চিত করে জানান, সিএনজি ও ঢাকাগামী যাত্রীবাহী বাস শেখ বাজার মোড়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক নারী নিহত হয়  । এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
ইত্তেফাক/এনএন