বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা পুলিশের কবজায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৩:১৮

পিরোজপুরের কাউখালিতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ও যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল ) বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।  এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়ইটার দিকে শিয়ালকাঠী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উজ্জ্বল মোল্লা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে কাউখালী ও ভান্ডারিয়া থানায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার ৩৫ নাম্বার আসামি।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান  বলেন, এ পর্যন্ত উজ্জ্বল এর নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

ইত্তেফাক/এপি