বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কঙ্গনার বিদ্যুৎ বিল বিতর্কে নতুন মোড়

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৩:৩৩

দুই দিন আগেই এক জনসভায় বিদ্যুৎ বিল নিয়ে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের দিকে আঙুল তোলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। তার অভিযোগ— যেখানে কেউ থাকেন না, সেই সিমলার বাড়িতে নাকি এক লাখ টাকার বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়েছে সরকার। এখানেই থামেননি কঙ্গনা, রাজ্য সরকারকে তুলনা করেন ‘নেকড়ে’র সঙ্গে।

তবে কঙ্গনার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে হিমাচল প্রদেশ বিদ্যুৎ বোর্ড। 

সংস্থার সভাপতি সন্দীপ কুমার স্পষ্ট ভাষায় বলেন, “কঙ্গনা ম্যাডামের অভিযোগে কোনও সত্যতা নেই। বরং বিল সময়মতো না দেওয়ার কারণেই বিলের অঙ্ক বেড়েছে।”

এদিকে বিতর্ক থামাতে প্রকাশ্যে আনা হয় কঙ্গনার বিলের রশিদ। বোর্ডের দাবি, জানুয়ারি ও ফেব্রুয়ারির বিল ও বিলম্ব জরিমানা মিলিয়ে মোট বিল দাঁড়ায় ৯০ হাজার ৩৮৪ টাকা। বিভিন্ন সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি থেকেই তার বাড়ির বিল বকেয়া। 

এছাড়া, কঙ্গনার সিমলার বাড়িতে ৯৪ দশমিক ৮২ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় যা সাধারণ গৃহস্থালির চেয়ে অনেক বেশি।

অন্যদিকে, কঙ্গনা দাবি করেছেন, তিনি সেই বাড়িতে থাকেন না। বলিউডের কুইনের এই বিদ্যুৎ বিল নিয়ে এই নাটক এখন সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো চর্চা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।

ইত্তেফাক/এএস/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন