বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কোয়াড্রাজোনের নতুন গান 'ফিরবে আবার'

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০:২১

বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রিতে একের পর এক নতুন ব্যান্ড গ্রুপ উঠে আসছে, যারা তাদের নিজেদের অভিনব সঙ্গীত শৈলী এবং মৌলিকতার মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের মনে স্থান করে নিচ্ছে। এমনই একটি ব্যান্ড হলো কোয়াড্রাজোন। তাদের সঙ্গীতের ধরণ এবং স্টাইল খুবই আলাদা, যা অনেকেই প্রশংসা করে থাকেন।

২০২২ সালের ৩০শে আগষ্ট যাত্রা শুরু করে কোয়াড্রাজোন। চার বন্ধুর হাত ধরেই ব্যান্ডটির যাত্রা শুরু হয়। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যরা বিভিন্ন সঙ্গীতধারায় পারদর্শী, এবং তাদের কাজের মধ্যে রয়েছে আধুনিক রক, মেটাল, এবং বিভিন্ন ধরনের ফিউশন।

কোয়াড্রাজোনের এর সঙ্গীত বেশ বৈচিত্র্যময়। তাদের ট্র্যাকগুলোতে মূলত মেটাল, রক, ফিউশন, এবং ট্র্যাডিশনাল বাংলা সঙ্গীতের মিশ্রণ দেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে শুক্রবার (১১ এপ্রিল) তাদের প্রথম গান "ফিরবে আবার" মুক্তি পেয়েছে। গানটি মূলত হার্ড রক ধারার গান।

কোয়াড্রাজোনের সদস্যদের মধ্যে রয়েছে বেশ কিছু প্রতিভাবান শিল্পী। বর্তমানে তাদের মধ্যে রয়েছে গিটারিস্ট এটিএম সাদমান এনাম, তাওহিদুল ইসলাম ইফতি, অরিন্দম সুত্রধর, ড্রামার আলভী রহমান রাতুল, বেস গিটারিস্ট অরুদ্র খান এবং ভোকালিস্ট আহমেদ ইফতি।  যারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। তাদের মধ্যে সুরকার এবং গীতিকার হিসেবে নামকরা সদস্যদের উপস্থিতি সঙ্গীতের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

বর্তমানে কোয়াড্রাজোন আরও নতুন গান তৈরি করার জন্য কাজ করছে, এবং তারা একাধিক প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য হলো বাংলা সঙ্গীতের বৈশ্বিক পরিসরে আরও একধাপ এগিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তাদের সঙ্গীত পৌঁছে দেওয়া।

ইত্তেফাক/এএম