শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভ্যান্সের বিতর্কিত সফরের পর গ্রিনল্যান্ড থেকে ঘাঁটি কমান্ডারকে সরালো যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২১:৩৮

গত মাসে গ্রিনল্যান্ডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিতর্কিত সফরের পর দ্বীপটিতে থাকা মার্কিন ঘাঁটির কমান্ডারকে অপসারণের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, 'নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলায়' বৃহস্পতিবার (১০ এপ্রিল) ওই কমান্ডারকে সরানোর কথা ঘোষণা করা হয়।

এক্স-পোস্টে দেওয়া বিবৃতিতে পার্নেল বলেন, প্রতিরক্ষা বিভাগে কমান্ডের শৃঙ্খলকে দুর্বল করার বা ট্রাম্পের এজেন্ডাকে নষ্ট করার মতো কোনো পদক্ষেপ সহ্য করা হবে না।

গত মার্চের শেষের দিকে জেডি ভ্যান্সের গ্রিনল্যান্ড সফরের পর মিলিটারি ডটকম (Military.com) রিপোর্ট করেছিল, মেয়ার্স মহাকাশ ঘাঁটিতে একটি ই-মেইল পাঠানো হয়েছে, যেখানে ভ্রমণের সময় ভাইস প্রেসিডেন্টের কর্মকাণ্ড এবং মন্তব্যের বিরোধিতা করেছেন ওই কমান্ডার।

সংবাদ সাইটটি জানিয়েছে, বহিষ্কৃত কমান্ডার একটি মেইলে লিখেছেন, আমি বর্তমান রাজনীতি বুঝতে পারি বলে মনে করি না। তবে আমি যা জানি তা হলো, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের আলোচনা করা মার্কিন প্রশাসনের উদ্বেগগুলো পিটুফিক স্পেস বেসের প্রতিফলন নয়।

সিএনএন জানিয়েছে, এই অপসারণ গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের অব্যাহত পদক্ষেপগুলোকে তুলে ধরে, কারণ ট্রাম্প 'একরকম বা অন্যভাবে' ভূমিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভ্যান্সও বারবার দাবি করেছেন, দ্বীপটি ঝুঁকিপূর্ণ এবং সেখানে মার্কিন উপস্থিতি বৃদ্ধি করা ছাড়া 'অন্য কোনো বিকল্প নেই'।

প্রসঙ্গত, জেডি ভ্যান্স তার স্ত্রী ঊষা ভ্যান্সের সঙ্গে গত মাসে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলে পিটুফিকে অবস্থিত মার্কিন মহাকাশ বাহিনীর ঘাঁটিতে পরিদর্শন করেন। উষা ভ্যান্স দ্বীপটিতে একটি কুকুর দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভের ফলে তার সফরে পরিবর্তন দেখা যায়।

সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের ওপর আমেরিকান নিয়ন্ত্রণের জন্য একটি ব্যাখ্যা তুলে ধরেন যে, ডেনমার্কের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। তিনি বলেন, গ্রিনল্যান্ডের 'ডেনমার্কের নিরাপত্তা ছাতার অধীনে থাকার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার অধীনে থাকা' ভালো হবে।

ইত্তেফাক/এসকে