শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ফরিদপুরে কোনো পক্ষে যোগ না দেওয়ায় বৃদ্ধকে লাঠিপেটা

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৪

ফরিদপুরের সালথায় গ্রামের কোনো পক্ষে যোগ না দিয়ে ‘স্বাধীনভাবে’ বসবাস করতে চাওয়া এক ব্যক্তিকে লাঠিপেটা করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন- মো. মিন্টু মুন্সী (৬৫)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। 

আহতের স্বজনেরা অভিযোগ করেন, শুক্রবার দুপুরের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আজাদ মুন্সী ও সেলিম মুন্সীর নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে মিন্টু মুন্সীর ওপর অতর্কিতে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা দাবি করেন, কিছুদিন ধরে আজাদ ও সেলিমসহ গ্রামের কিছু লোকজন তাদের পক্ষে যোগ দেওয়ার জন্যে মিন্টু ও আরও কয়েকজনকে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ৮ এপ্রিল ও তার আগে ২৯ মার্চ দুই দফা হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও ‘লুটপাট’ করা হয়। আহত করা হয় কয়েকজনকে।

এ ঘটনার প্রতিবাদে ৯ এপ্রিল চর বাংরাইল গ্রামে ২০ পরিবার মানববন্ধন করে কোনো দল বা কারো পক্ষে যোগ না দিয়ে ‘স্বাধীনভাবে’ বসবাস করার আকুতি জানান।

মিন্টুর স্বজনেরা অভিযোগ করেন, মানববন্ধনের পর আজাদ মুন্সী, সেলিম মুন্সী ও তাদের পক্ষে লোকজন আরও ক্ষুব্ধ হন এবং আবার হামলার হুমকি দেন। শুক্রবার মিন্টুকে একা পেয়ে হামলা করে।

সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/কেএইচ