বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় ভিকটিম বাংলাদেশ: গভর্নর

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৭:১৫

মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় ভিকটিম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে আয়োজিত অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যাতে টাকা পাচার করতে না পারে সেই পথটি বন্ধ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা একটু জটিল প্রক্রিয়া। কারণ, শুধু বাংলাদেশের আইন দিয়ে এই টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য যে সব দেশে টাকা আছে সেসব দেশের সরকার ও আইনের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। তবে বেশিরভাগ দেশ সরকারকে সহযোগিতা করছে। খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে শুরু করবে।

তিনি আরও জানান, আমাদের মূল দায়িত্ব দেশের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা। আমরা সঠিক পথে আছি। আমাদের রিজার্ভ স্থিতিশীল আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে ও দেশের রফতানি বাড়ছে। দেশে একের পর এক আন্দোলন সত্ত্বেও রপ্তানি মুখ থুবড়ে না পড়ে বরং বাড়ছে। ম্যাক্রো ইকোনমিক এক্সটারনাল সেক্টরে একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি বলে জানান তিনি। আমরা একটা সুদৃঢ় অবস্থানে এসেছি।

এ সময় বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা এ এফ এম শাহীনুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএস