শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

তুর্কি অ্যারোস্পেসের সিইও’র সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১:০৮

তুর্কি অ্যারোস্পেসের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরামের’ ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তুর্কি অ্যারোস্পেসের সভাপতিকে জানান, বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে তবে তা উভয়ের জন্যই লাভজনক হবে। উভয়পক্ষ বাংলাদেশে বিনিয়োগ অন্বেষণ এবং মানবসম্পদ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। 

পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ এবং ভবিষ্যতের সহযোগিতা অন্বেষণের জন্য সিইওর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রাজি হয়েছে।

ইত্তেফাক/এমএস