বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাস

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১:৩৩

গাজায় যুদ্ধবিরতির নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধি দল। শনিবার (১২ এপ্রিল) সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সেখানে যাওয়ার কথা রয়েছে।

হামাসের একজন কর্মকর্তা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আশা করছি যে, এই বৈঠক যুদ্ধের অবসান, আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।

কর্মকর্তার মতে, হামাস এখনো যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি। যদিও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও মিশর সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসড়া নথিপত্র বিনিময় করেছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসকে