শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নববর্ষে আসছে মমর পারিবারিক গল্পের সিরিজ ‘ননসেন্স’

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে জাকিয়া বারী মমর ওয়েব সিরিজ 'ননসেন্স'। শহরকেন্দ্রিক পরিবারের গল্পের ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু। 

সিরিজটির গল্পে দেখা যাবে, একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব নিয়ে সিরিজটির গল্প এগিয়ে চলে। জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক।

সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ। বছরখানেক আগে ঢাকার বিভিন্ন স্থানে সিরিজটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে মম মিডিয়াতে আসেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও তিনি প্রিয়মুখ। খুব বেশি কাজে দেখা যায় না তাকে। গল্প ও চরিত্রের গভীরতা দেখে কাজ করেন এই অভিনেত্রী। তার নতুন ওয়েব সিরিজের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।

ইত্তেফাক/টিএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন